পটুয়াখালীর কলাপাড়ায় দুই ভন্ড ফকির আটক

প্রকাশিত : ১৬ মে ২০২০
Exif_JPEG_420

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬ মে।। পটুয়াখালীর কলাপাড়ায় জ্বীনের আশ্রয় ছাড়াতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করায় দুই ভন্ড ফকিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এরা হলো মো: নূরে আলম মোল্লা (৩৫) ও শাহজালাল প্যাদা (৩৫)।

শুক্রবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে ওই গৃহবধূর পিতা বাদী হয়ে ওই দুই ভন্ড ফকিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো.আসাদ রহমান জানান, জ্বীন ছাড়াতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানি ঘটায়। এসময় বাড়ীর লোকজন ভন্ড ফকির ও তার সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরা দু’জনেই উপজেলার মহিপুর থানার বাসিন্দা বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :