কলাপাড়ায় প্রতিবেশির হামলায় মা-ছেলে ও মেয়ে আহত
প্রকাশিত : ১৬ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬ মে।। পটুয়খালীর কলাপাড়ায় গরুতে কৃষি ক্ষেতের ফসল নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিবেশির হামলায় একই পরিবারের মা, ছেলে ও মেয়ে আহত হয়েছে। এর মধ্যে আহত কুলসুম বেগম (৪৫) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তার ছেলে আবু হানিফ (২১) ও মেয়ে মোসা.রাহিমা (১৫) কে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে।
আহত কুলসুস বেগম জানান, একই এলাকার তার চাচাতো দেবর দেলোয়ার হাওলাদারের গরু ছাগলে প্রায়ই কৃষি ক্ষেতের ফসল নষ্ট করে আসছে। এ নিয়ে শনিবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায় তার ছেলে ফেরদৌস ও সহযোগী শহিদ হামলা চালায়। এতে সে ও তার ছেলে মেয়ে আহত হয়। এ বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে আহত কুলসুম বেগম জানিয়েছেন। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।