রাঙ্গাবালীতে অসহায়দের ত্রাণ দিল এমপি মহিব্বুর রহমান মহিব
প্রকাশিত : ১৬ মে ২০২০
মেহেদি হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে বিপাকে থাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব । শুক্রবার বিকেলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিকেল সাড়ে ৩ টায় বাছাই করা দুস্থ-অসহায় ওইসব পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি অালী অাহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, এমপির ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক অাশিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।