এবার ফুটপথের চটপটিওয়ালা কালীগঞ্জের সুভাষের আয়োজনে দুস্থদের মাঝে খাবার বিতরণ
প্রকাশিত : ১৫ মে ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: মানবতার মহৎ পরিচয় দিলেন ফুটপথের চটপটিওয়ালা সুভাষ অধিকারী। ঝিনাইদহ কালীগঞ্জ বাসষ্ট্যান্ডে ফুটপথে বসা অধিকারী চটপটি করোনা ভাইরাসের কারণে হতদরিদ্র অসহায়দের মাঝে ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সুভাষ অধিকারী জানায় দীর্ঘ ২০ বছর ধরে ফুটপতের চটপটি বিক্রয় করে ৫০ হাজার টাকা সঞ্চয়ের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে যারা অসহায় আছেন তাদের তাদের জন্য চাউল-৪ কেজি, ডাল-৫০০ গ্রাম, লবন-৫০০ গ্রাম, আলু-১ কেজি, কুমড়া-৪ কেজি খাদ্য সামগ্রী দেন। ২ মাস ধরে দোকান বন্ধ থাকার পরেও বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভা আড়পাড়া প্রামানিক পাড়া নিজ বাড়ীর সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রশান্ত খাঁ, সহ-সাধারন সম্পাদক মদন বিশ্বাস।