কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগানে শৈলকুপায় পানির দাবিতে মাঠেই কৃষকের মানববন্ধন!
প্রকাশিত : ১৫ মে ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েচে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর-ভুলুন্দিয়া গ্রামের চাষের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে পাঁচ গ্রামের দেড় শতাধিক কৃষক জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক কৃষক খয়বার মন্ডল, সারুটিয়া গ্রাম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দোহারো গ্রাম কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, কৃত্তিনগর গ্রাম কমিটির সাধারন সম্পাদক ওহাব মল্লিক ও ভুলুন্দিয়া গ্রাম কমিটির সাধারন সম্পাদক টিপু সুলতান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, আউশ মৌসুমে ৩২ হাজার হেক্টর জমিতে পানি দেওয়ার কথা বলে কৃষকের সাথে প্রতারণা করেছে জিকে সেচ প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারি। আউশ মৌসুমে চাষাবাদ না করতে পারলে কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এছাড়া পানি না পেলে পরর্বতীতে কৃষক সমাজ বৃহৎ আন্দোলনের ডাক সহ উপজেলা জিকে সেচ প্রকল্প অফিস ঘেরাও করার হুশিয়ারীও জ্ঞাপন করেন নেতাকর্মীরা।